আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

-Advertisement-

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এর আগে সকালে শহরের ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -