মাজেদুর রহমানঃ
গত ৮ আগস্ট শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় বগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রয়ের প্রাপ্ত ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ৮ আগস্ট রাত ৮:৩০টায় শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। তারা ফার্মের সিকিউরিটি গার্ডকে চাকু ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় ফার্ম থেকে ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লক্ষ টাকা) ও বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য ১২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা) ডাকাতি করে নিয়ে যায়। মোট ২২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা মূল্যের সম্পদ লুট হয়। পরদিন ৯ আগস্ট শাজাহানপুর থানায় মামলা (নং-১০) রুজু করা হয়।
মামলাটি জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হলে পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় ডিবি বগুড়ার একটি বিশেষ টিম ঢাকার আশুলিয়া, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।
আসামীরা হলেনঃ
১. মো. দিদার (৩৪), পিতা: রফিজুল হক, দক্ষিণ ছোট মানিক, বগুড়া
২. মো. আব্দুল মান্নাম মুন্না (২৩), পিতা: অহিদ, দক্ষিণ ছোট মানিক, বগুড়া
৩. মো. সোহেল (২৮), পিতা: সাফিজল ব্যাপারি, লক্ষ্মীপুর, বোরহানউদ্দিন, ভোলা
৪. মো. জিয়াউর রহমান (৩৫), পিতা: মৃত আব্দুল হাই, সোনাপুর, ইন্দ্রনারায়ণপুর, তজিমুদ্দিন, ভোলা
৫. মো. জাফর হোসেন (৪৫), পিতা: মো. মজিবুর রহমান মুজিব, নিশ্চিন্তপুর, আশুলিয়া, ঢাকা
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রয়ের প্রাপ্ত ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ধৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, ডাকাতি ও চুরির ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান বলেন, এই চক্র বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বাকি পলাতক আসামীদের গ্রেফতার ও লুটকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -