শফিউল মন্ডল, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে হাড়িয়ারকুঠি চাঁন্দের পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন পর্দার আড়ালে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রংপুর-২ আসনে মনোনীত এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমির এস. এম. আলমগীর হোসেন, বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান কবির এবং তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি ইয়াকুব আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন হাড়িয়ারকুঠি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন যুব বিভাগ, জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, “জামায়াতে ইসলামী আজকের দিনে দেশের সবচেয়ে নির্যাতিত ও গণমানুষের দল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলটি অগ্রণী ভূমিকা রাখবে।”
তাঁরা আরও বলেন, “নারীরাও ভোটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই নেতৃত্ব নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”
প্রধান অতিথি এটিএম আজহারুল ইসলাম বলেন,
“আমি ফাঁসির দড়ি থেকে ফিরে আসা একজন মজলুম। বাংলাদেশের ভোটারদের অর্ধেকই নারী। সকল মুসলিম রাজনৈতিক দল একত্রিত হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে।”
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, নির্যাতিত নেতাকর্মীদের সুস্থতা ও ধৈর্যের জন্য দোয়া পরিচালনার মাধ্যমে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -