জাহিদুল হক রনি:
নড়াইল জেলা প্রসাশন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্বাস্থ্যসেবা ও আর্থিক ক্ষতিপূরণ কার্যক্রম শুরু করেছে। নড়াইল জেলায় ও জেলার বাইরে আন্দোলনে অংশ নিতে গিয়ে দু’জন শহিদ ও ৬৬ জন্য আহত হন। আন্দোলনে অংশ নেওয়া শহিদ সালাউদ্দিন সুমন ও শহিদ রবিউল ইসলাম লিমনের নাম ইতোমধ্যে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শহিদ পরিবারকে ইতোমধ্যেই প্রথম কিস্তিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির জন্য আরও ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের নথিপত্র সচিবালয়ে প্রেরণ হয়েছে,পাশাপাশি শহিদদের কবর বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শহিদ পরিবার নগদ মোট ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে বাকি টাকা প্রদান করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া আহত ৬৬ জনের মধ্যে ২৭ জনকে প্রথম দফায় ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে এবং বাকিদের চেক প্রদানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শ্রেণীভেদে আহতরা সরকারি ভাতা পাবেন—
ক্যাটাগরি এ (অতি গুরুতর আহত): এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা।
ক্যাটাগরি বি (গুরুতর আহত): নগদ ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা।
ক্যাটাগরি সি (অল্প আহত): নগদ ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা।
এছাড়া আহতদের মধ্যে ৫২ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে, এর মাধ্যমে তারা আজীবন দেশের যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন।
এছাড়া জেলা প্রসাশক এর উদ্যোগে জেলা পরিষদের তহবিল থেকেও আহতদের সহযোগিতা করা হয়েছে। আবেদনকারী আহতদের কে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক। পাশাপাশি কেউ ব্যক্তিগত সমস্যার কথা জানালে জেলা প্রশাসক শারমিন জাহান আন্তরিক ভাবে বিভিন্ন সহযোগিতা ও সহায়তা করেছেন বলে জেলা প্রসাশন সূত্র নিশ্চিত করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,
“আমাদের তহবিল থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার নিয়ম রয়েছে। আমি যাচাই-বাছাই করে আবেদনকারী প্রকৃত আহতদের কে সহায়তা দিয়েছি এবং চেষ্টা করেছি কাউকে খালি হাতে ফিরিয়ে না দেওয়ার। এছাড়া সরকারি যেসব সুবিধা রয়েছে, সেগুলোও আমরা প্রদান করছি। আইন ও নৈতিকতার মধ্যে থেকে আন্দোলনে শহিদ বেক্তিদের পরিবার ও আহতদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আশাকরি সামনে আরও কোন সরকারি সুযোগ সুবিধা পেলে, সেটিও বাস্তবায়ন করবো।”
আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -