মোঃ নুর হোসাইন, বিশেষ প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে শেরপুরের নকলা উপজেলার মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) জাতীয় যুব পুরস্কার বিজয়ী হওয়ায় উপজেলা যুব উন্নয়ন অফিস ও শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।
বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ে কর্মরত প্রশিক্ষকগন ও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এরপরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) মোসা. হাফিজা জেসমিন ও যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক (ডিডি) নূরুজ্জামান চৌধুরী-এঁর সাথে জাতীয় যুব পুরস্কার-২০২৫ বিজয়ী মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) আলাদা ভাবে সৌজন্য স্বাক্ষাৎ করেন। স্বাক্ষাৎকালে রুবেলকে অনুপ্রেরনা মূলক পরামর্শ প্রদান করেন তাঁরা।
উল্লেখ্য, কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সফল আত্মকর্মী নূরে আলম সিদ্দিক (রুবেল)-কে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে অবদান রাখার পাশাপাশি সামাজিক নানান কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সরাসরি নিয়োজিত রেখেছেন। সে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপন, গরিব ও অসহায়দের অর্থ সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ, জাতীয় দিবস পালনসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজের সাথে নিরলসভাবে জড়িত থেকে যুবসমাজের উন্নয়ন অবদান রেখে চলছেন।
তথ্য মতে, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সারা দেশের সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে ৪ জনসহ মোট ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুরষ্কার বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সফলতার গল্পের সমন্বয়ে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, যুব উন্নযয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত ১২ জন সফল আত্মকর্মী ও ৪ জন যুব সংগঠকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশের ১২ জন পুরস্কার বিজয়ীর মধ্যে শেরপুরের নকলা উপজেলার পৌরসভার চরকৈয়া গ্রামের মরহুম মাওলানা মো. ফজলুল হক ও মোছা. নুরজাহান বেগম দম্পত্তির ছোট ছেলে মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) একজন। সে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- Advertisement -
- Advertisement -
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -