বিশেষ প্রতিনিধি :
৫ দফা দাবিতে জাতীয়তাবাদী লেখক ফোরামের ‘বাংলা একাডেমী ঘেরাও’ কর্মসূচি ডিজির আশ্বাসের প্রেক্ষিতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার অপরাহ্নে জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সাথে সাক্ষাতের পর তার মৌখিক আশ্বাসের ভিত্তিতে ১৩ আগস্টের কর্মসূচি ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়। প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শহীদ আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক কবি সৈয়দ রনো ও দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হাসান।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ শীর্ষক সংকলনটি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে এ সংকলনে অন্তর্ভুক্ত ফ্যাসিবাদী চক্রের কবিতা বাতিলের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব ফ্যাসিবাদ বিরোধী কবিদের কবিতা অন্তর্ভুক্ত করা হয়নি তা অন্তর্ভুক্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, ৫ দফা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংকলনের সাথে যুক্ত দুই সম্পাদকের সেচ্ছাচারী আচরণের বিষয়ে সংক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের লেখক সমাজ যাতে খুশি হয় সেরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
তিনি আরো বলেন, যেহেতু মহাপরিচালক সাহেব প্রাথমিকভাবে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন সে কারণে ঘেরাও কর্মসূচি আগামী ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হলো।
আলোকিত প্রতিদিন/১২ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -