আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে কালুখালীতে শোক র‌্যালী ও মানববন্ধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মো: কায়ছার আলী, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের ফাঁসি, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে রাজবাড়ীর কালুখালীতে শোকর‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় কালুখালী প্রেসক্লাব সংলগ্ন কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মোল্লা নিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, আইনবার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক সকালের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, কালুখালী টাইমসের পরিচালক রাশেদুল হক রুমি, দৈনিক নাগরিক কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক আরশীনগর পত্রিকার কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে দৈনিক রাজবাড়ী কন্ঠের পাংশা প্রতিনিধি এসকে পাল সমীর, দৈনিক জনকন্ঠের পাংশা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের পাংশা প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক কালবেলার কালুখালী প্রতিনিধি হামজা শেখ, দৈনিক জনতার আদালতের বালিয়াকান্দি প্রতিনিধি ইমদাদুল হক রানা, কালুখালী প্রতিনিধি আশিক হাসান, সময়ের আলোর প্রতিনিধি সেলিম মাহমুদ, দৈনিক বায়ান্নর জেলা প্রতিনিধি আমিরুল হক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক সীমান্ত বিশ্বাস, বাংলাদেশ সমাচারের পাংশা প্রতিনিধি জসিম উদ্দিন, কালুখালী টাইমসের বোরহান উদ্দিন খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি ও বর্তমান সরকারের নিকট সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

মানবন্ধন শেষে কালুখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি স্টেশন বাজারের আশপাশ রাস্তা পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

আলোকিত প্রতিদিন/এপি 

- Advertisement -
- Advertisement -