মুহাম্মদ এনামুল হক, আনোয়ারা প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বিকাল চারটায় চট্টগ্রামের কর্ণফুলী টানেল মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল নুর, আমার দেশ ও পূর্বদেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর, এম নজরুল ইসলাম, দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন, দৈনিক যুগান্তরের মো. বদরুল হক, দৈনিক সকালের সময় ও বাংলাধারার মহিউদ্দিন মনজুর, দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রাজু, দৈনিক ভোরের ডাকের ইমরান বিন ইসলাম, মোজাম্মেল হক, দৈনিক ঢাকা প্রতিদিেেনর মো. আরাফাত, প্রবাসী নিউজের মো. সাইফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজের মো. ফখরউদ্দিন, দৈনিক সমাবেশের মো. ফোরকান উদ্দিন, মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার মাধ্যমে সাংবাদিকদের কলম কখনো থামানো যাবে না। বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেন যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা সাংবাদিকদের উপর উপর আরও হামলা চালাতে পারে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
আলোকিত প্রতিদিন/এপি