আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

তারাগঞ্জে চোরসন্দেহে গণপি*টুনিতে নিহতের ঘটনায় গ্রে*ফতার-৪

-Advertisement-

আরো খবর

শফিউল মন্ডল, রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে চোর সন্দেহে  নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩), রহিমাপুরের মিজানুর রহমান (২২) ও সয়ার ইউনিয়নের ইবাদত হোসেন (২৭)।
নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিডিও ফুটেজে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রুপলাল দাস তারাগঞ্জ বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন। গত শনিবার আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাতিজি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর একপর্যায়ে তারা প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় ও কিছু ওষুধ পান। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে রুপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে প্রায় পাঁচ থেকে সাতশ জনের একটি জনতা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে মারধর শুরু করে।এমন পর্যায়ে তাদের কান দিয়ে রক্ত পড়তে শুরু করে।
 তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রুপলালকে মৃত্যু ঘোষণা করেন।ভাতিজি জামাই প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠান।সেখানে প্রদীপ লাল ভোর ৪টায় মারা যান।
পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় রুপলালের লাশ বাড়িতে পৌঁছালে এলাকায় এক আবেগঘন পরিবেশের তৈরি হয়।পরে স্হানীয় জনতা লাশ মহাসড়কে রেখে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।পরে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার আশ্বাসে জণগণ অবরোধ তুলে নেন।
এ বিষয়ে, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক বলেন, ঘটনার সময় বিভিন্ন ভিডিও ও তথ্যছবি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের কেউ পার পাবে না।
আলোকিত প্রতিদিন/এপি 
- Advertisement -
- Advertisement -