মোঃ নুর হোসাইন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শেরপুরের নকলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ও আয়োজনে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় ভার্চুয়াল এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সহযোগী সদস্য হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন প্রমুখ।
ভার্চুয়াল সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন যুক্ত ছিলেন৷ তারা সবাই সংক্ষিপ্ত আকারে নিজ নিজ মতামত পেশ করেন৷
আলোচনান্তে সর্বসম্মতিক্রমে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলম বিরতির সিদ্ধান্ত হয়। এছাড়া সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা নাহলে লাগাতার কলম বিরতি ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আলোচনা সভার পরে সিদ্ধান্ত মোতাবেক সবাই নিজ নিজ ফেসবুক টাইম লাইনে প্রতিবাদি কলম বিরতি কর্মসূচির পোস্টার পোস্ট করেন এবং নিজের মতো করে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানান।
এদিকে আজকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর গ্রামের বাড়িতে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদের আয়োজন করা হয়েছে। মিলাদ শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্য দিকে সোসাল মিডিয়ার তার করা নিউজ গুলো ঘুরপাক খাচ্ছে। সোসাল মাধ্যমে যদিও বেশ কিছু আসামি আটক করা হয়েছে সকলের দাবি দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করা।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -