শফিউল মন্ডল,তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি :রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলী নামক জায়গায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। শনিবার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে বুড়িরহাট বটতলা নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের চলাচল ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে।তাদের সাথে বস্তায় কিছু বোতল পায়।যা নেশাজাতীয় কিছু মনে হয়।উত্তেজিত জনতা তাদের জিজ্ঞাসা করিলে কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পায়।পরে জনগণ উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।আর একজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তি রুপলাল(৪৫)উক্ত উপজেলার ঘনিরামপুর ডাঙা পাড়া গ্রামের খগেনের ছেলে।তিনি পেশায় একজন মুচি।তিনি তারাগঞ্জ বাজারে নিয়মিত জুতা সেলাইয়ের কাজ করতেন।অপর আহত ব্যক্তি নিহত ব্যক্তির ভাতিজি জামাই মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান বালুয়ার প্রদীপ রায়(৪৮)।তারাগঞ্জ বাজারের অনেকেই রুপলালের চুরির ঘটনাটা কে বিশ্বাসেই করতে চাচ্ছেন না। গুরুতর আহত ব্যক্তিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।কিন্তু আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়ে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সয়ার ইউনিয়নে গণপিটুনিতে চোর সন্দেহে একজন নিহত হয়েছেন ও একজন গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
আলোকিত প্রতিদিন/এপি