খেলাধুলা, বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার বিসিবির সভায় রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়ি বানিয়ে হবে বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বাংলাদেশের হয়ে দুইবার সাফ জয় করেছেন ঋতুপর্ণা। সবশেষ আসরেও হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। তবে তার বাড়িটি খুবই সাধারণ মানের। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকবারই আলোচনায় এসেছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোনো এক অজানা জটিলতায় সেখানে বাড়ি করা হয়নি ঋতুপর্ণার।
বিসিবি এবার ঋতুপর্ণার পাশে দাঁড়াল। তবে কবে সেই কাজ শুরু হবে সেটি এখনো জানা যায়নি। বিসিবি প্রায়শই বাংলাদেশের নারী ফুটবলারদের বিভিন্ন সাফল্য এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে সংস্থাটি।
আলোকিত প্রতিদিন/এপি