কামাল হোসেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট গ্রেপ্তার হল সাতজনকে গ্রেফতার করা হলা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) শুক্রবার (৮ আগস্ট) রাতের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন এবং সুমন। ফয়সাল ও তার স্ত্রী ও স্বাধীনকে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, আল আমিনকে উত্তরার তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে মামলার অন্য দুই আসামি মো. ফয়সাল হাসান ও মো. শাহ জালালকেও গ্রেপ্তার করা হয়। ফয়সালকে নগরীর চান্দনা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এবং শাহ জালালকে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী আগামীকাল (৯ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অবস্থিত সিপিএসসিতে ঘটনার বিস্তারিত বিষয়ে ব্রিফ করবেন তিনি।
প্রসঙ্গত, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি