আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরি#লা প্রশি*ক্ষণ, ডিবি হেফা*জতে মেজর সাদিকের স্ত্রী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’ দেওয়ার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে আরো জানানো হয়, রাজধানীর বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমে সরাসরি জড়িত থাকার অভিযোগে সুমাইয়া জাফরিনকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী তাকে।

সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিককে ইতোমধ্যে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ৩১ জুলাই সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তা (মেজর সাদিক) সম্পর্কে তথ্য আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্তাধীন এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

- Advertisement -

সেনা কর্মকর্তা ও তার স্ত্রী মিলে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দলের কর্মীদের সামরিক কৌশল শেখানোর এই ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু বলতে রাজি নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -