আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর ভাষান মাতব্বর তালিমুদ্দিন মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের কুরআনুল কারিমের সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শতরুপা মানবিক ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে ২৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বুধবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব ও ‘মানবতার ফেরিওয়ালা’ মোজ্জাম্মেল হোসেন মোল্লা। তিনি বর্তমানে ইতালি অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, মানবিক মূল্যবোধ, সহানুভূতি এবং ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শতরুপা ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। দেশের অসহায়, নিরবে থাকা মানুষের পাশে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুয়াজ্জিম মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ্উদ্দিন, বগুড়া জামিল মাদ্রাসার হেড মুয়াজ্জিম মাওলানা ইসমাঈল হুসাইন জিহাদী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য মাওলানা মহিদুল ইসলাম, শহীদুল ইসলাম মোল্লা, মুফতি আশরাফুল আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেন্টু খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি শহিদুল ইসলাম। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কুরআনের প্রতি আগ্রহ ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা।
আলোকিত প্রতিদিন/০৬ আগস্ট ২০২৫/মওম