আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে সাব মার্চেবল পাম্প নিজ নামে নেওয়ার অভিযোগ

-Advertisement-

আরো খবর

মোঃ রাশেদুল ইসলাম:
জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের ছালেমা বেগম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, ছালেমা বেগম ৮নং ফুলকোঁচা ইউনিয়নে ১,২,৩ সংরক্ষিত আসনের ইউপি সদস্য। সাব মার্চেবল পাম্প এর দশটি লাইন নিজের পরিবারের মধ্যে রেখেছেন। আশেপাশের ঘরের লোকেরা লাইন চাইলে ওই ইউপি সদস্য বলেন লাইন নিতে হলে ১০হাজার টাকা দিতে হবে। টাকা দিলে লাইন পাবে  নাহলে লাইন পাবে না।
১০টি পরিবারের মাঝে এই প্রতিস্থাপনের লাইন দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য ছালেমা বেগম নিজের নামে, স্বামীর নামে, তার তিন ছেলের নামে। এছাড়া আরো দুটি ফাকা জায়গায় লাইন করে রেখেছেন। এতে মোট ৭টি আর বাকী ৩টি ১০হাজার করে টাকা পেলে অন্যদের লাইনের ব্যবস্থা করে দিবেন এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ছালেমা বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা সব আমার ছেলে করেছে।
এবিষয়ে জানার জন্য তার ছেলের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন, আসেন আমি দেখাই কোথায় কোথায় পয়েন্ট করা হয়েছে। আমার গোসলখানায় দুইটা, আমার বাবার নামে একটা, আমার দুই ছেলের নামে দুইটা। আর এখানে এই দুইটা পয়েন্ট করে রেখেছি ভবিষ্যতে  এখানে ঘর উঠাবো আর বাকি ৩ টা যদি কেউ না নেয় তাহলে তো আমি কাউরে জোর করে দিতে পারব না। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি  সেটা অস্বীকার করেন।
ফুলকোঁচা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন বলেন, এই সাব মার্চেবল সম্পর্কে আমি কিছুই জানিনা
মেলান্দহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন বলেন, এটা মনে হয় গত বাজেটের। তবে যাইহোক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
আলোকিত প্রতিদিন/০৬ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -