আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারা-কর্ণফুলীতে এনডিএম-এর আয়োজনে শোক ও শ্রদ্ধায় ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

 আনোয়ারা প্রতিনিধি,  চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর আয়োজনে শোক ও শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়েছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কালাবিবির দীঘি মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এনডিএম-এর সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী। তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ’৭১-এর চেতনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সেই ধোঁকা প্রত্যাখ্যান করেছে। তার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানই তাকে দেশত্যাগে বাধ্য করেছে।”
তিনি আরও বলেন, “আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নেই, নতুন সোনার বাংলায় আওয়ামী লীগের জায়গা নেই। এখনো এই অঞ্চলে তার দোসর ইউপি চেয়ারম্যানরা ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের প্রতি আহ্বান, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আনোয়ারা ও কর্ণফুলীকে সম্পূর্ণরূপে স্বৈরাচার মুক্ত করুন।” তরুণদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছরে যারা ৩০ পেরিয়েছে, তাদের জীবনে একটি বারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চাকরির ন্যায্য দাবিতে আন্দোলনে যারা দাঁড়িয়েছে, তারা পেয়েছে গুলি ও দমননীতি। এই গণহত্যার জন্যই শুধু পদত্যাগ নয়, স্বৈরাচারকে দেশও ছাড়তে হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পথসভা শেষে একটি বিজয় মিছিল কালাবিবির দীঘি মোড় থেকে শুরু হয়ে চাতুরী চৌমুহনী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে এনডিএম চট্টগ্রাম মহানগর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -