বিশেষ প্রতিনিধি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, পবিত্র রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
ধর্মীয় সূত্রানুসারে, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
এ ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করতে পারবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা তৈরি হয়েছে জনমনে এখন থেকে।
প্রধান উপদেষ্টার ভাষণ অনুযায়ী, আগামী নির্বাচন হবে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন যা দেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধারে সহায়ক হবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/এপি