আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ:
২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে মানিকগঞ্জের শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। পাটুরিয়া ঘাট এলাকায় শহীদ হওয়া যুবদল নেতা রুপসা গ্রামের শহীদ রফিকের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় শহীদ রফিকের পিতা মো. রহিজ উদ্দিনকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। পরে তাঁরা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের ধারাবাহিকতায় পাটুরিয়া আরসিএল মোড়ে একটি স্মৃতি ফলক উদ্বোধন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, টিআরইউ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এই দিবসটি পালনকালে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার একটি মাইলফলক ও শহীদ রফিকসহ যারা জীবন দিয়েছেন তারা আমাদের প্রেরণার উৎস। এ সময় উপস্থিত ছিলেন, পাওয়ার গ্রিড নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জামায়াতে ইসলামীর থানা আমির হাতেম আলী প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম