এস এম বেলাল:
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন।
৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় শহীদ সাদ আল আফনানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে সদর উপজেলা পরিষদের হলরুমে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “জুলাই শহীদ সম্মিলন” অনুষ্ঠিত হয়।
একই সময় শহীদ কাউছার, সাব্বির ও ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কর্মকর্তারা নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
শহীদ আফনানের মা সন্তান হত্যার বিচার দাবি করে প্রধান আসামী টিপুসহ অন্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারের দাবিও জানান তিনি।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁদের বক্তব্যে বলেন, “শহীদদের আত্মদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। তাঁদের ত্যাগের মহিমাকে বুকে ধারণ করে সরকার ও প্রশাসন কাজ করে যাচ্ছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সবসময় পাশে থাকবে প্রশাসন।”
আলোকিত প্রতিদিন/০৫ আগস্ট ২০২৫/মওম