আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতেই ভূমিকম্প

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্নুৎপাত হয়েছে। আর বিরল এই অগ্নুৎপাতটির সঙ্গে সম্প্রতি দেশটির দূরপ্রাচ্যে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে।

এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। ৩ আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ এবং বিজ্ঞানীরা রবিবার এ তথ্য জানিয়েছেন। আগ্নেয়গিরি বিষয়ক কামচাটকা রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা বলেন, “ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এটিই গত ৬০০ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া অগ্নুৎপাত।”

- Advertisement -

তিনি জানান, গত বুধবারের ভূমিকম্পের সঙ্গে এই অগ্নুৎপাতের সংযোগ থাকতে পারে। ওই ভূমিকম্পের পর ফরাসি পলিনেশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়েছিল। একইসঙ্গে কামচাটকা উপদ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়তেও অগ্নুৎপাত শুরু হয়।

রাশিয়ার আগ্নেয়গিরি  এবং ভূকম্পন ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলে গিরিনা জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে সর্বশেষ লাভা উদগিরণ ঘটেছিল ১৪৬৩ সালে, প্লাস/মাইনাস ৪০ বছরের ভেতরে। এরপর আর কোনো অগ্নুৎপাতের তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্নুৎপাতের পর প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত ছাইয়ের স্তম্ভ আকাশে উঠেছে। অগ্নেয়গিরিটির উচ্চতা ১৮৫৬ মিটার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে এবং সেদিকে কোনো জনবসতি নেই। এছাড়া এই অগ্নুৎপাতের ঘটনায় উড়োজাহাজ চলাচলের জন্য অরেঞ্জ অ্যালার্ট কোড জারি করা হয়েছে। আকাশপথে চলাচলে উচ্চ ঝুঁকির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

আলোকিত প্রতিদিন/০৩ আগস্ট ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -