আলোকিত ডেস্ক:
রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে যায়।
২৯ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ সামনের দিকে ভেঙে যায়। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া সংবাদমাধ্যমে বলেন, ‘‘একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।’’ বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘বিআরটিসির দুইটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কে পাশাপাশি চলছিল। এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খেয়ে র্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। ধাক্কায় বাসটির দোতালার ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। তবে দোতালায় বেশি যাত্রী না থাকায় কেউ তেমন হতাহত হননি। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীদে নিচে লাফিয়ে নেমে আসতে দেখা যায়।”
এই দুর্ঘটনার ফলে রাজধানীর ওই ব্যস্ততম সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনায় পড়া বাসটি সরিয়ে নেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম