আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে বিএনপির  সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে জনস্রোত

-Advertisement-

আরো খবর

মোঃশাহআলম সিকদার, কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপরে, কালিয়াকৈর উপজেলা পুরাতন বাস স্ট্যান্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও  কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, কালিয়াকৈর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইজুদ্দিন আহম্মেদ,কালিয়াকৈর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট কামরুজ্জামান, সদস্য আমজাদ হোসেন ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন সহ কালিয়াকৈর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি কাজী সাইদুল আলম বাবুল বলেন, ,বর্তমান উপজেলা এবং পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা না জড়ানোর নির্দেশনা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -