বিশেষ প্রতিনিধি, রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামীসহ সাধারণ মানুষ জন।
শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাড্ডা থেকে উত্তরা যাওয়া এক যুবক বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে আমাদের।