বিশেষ প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।
পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কি না আমার সন্দেহ আছে।

