আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর সদরে তাওহিদী জনতার স্বারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ

-Advertisement-

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ একদিন আগে ঈদ ও রোজা পালন করার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় হক্কানী ওলামায়ে কেরাম ও ইমানদার তাওহিদি জনতার ব্যানারে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মাদরাসার শিক্ষার্থীরা এত অংশ গ্রহন করেন। প্রতিবাদ সমাবেশ বানিয়ারচালা মাদ্রাসার পরিচালক মাওলানা মোবারক হোসেনের সভাপত্বি করেন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরী এলাকার সিরাজম মুনিরা দারুল ইরফান দরবার শরীফে রাষ্ট্রীয় সিদ্ধান্তের একদিন পূর্বে রোজা ও ঈদ উদযাপন করা হয়ে থাকে। এ কর্মকান্ড আঞ্জুমানে সিরাজাম মুনীরা বাংলাদেশের চেয়ারম্যান ড. মুফতি মাওলানা এ.কে.এম মাহাবুবুর রহমানের নেতৃত্বে হয়ে থাকে। তিনি দীর্ঘদিন ধরে ইসলামের সুপ্রতিষ্ঠিত আকিদা ও শরয়ী বিধান এবং রাষ্ট্রের সিদ্ধান্তকে উপেক্ষা করছেন। যা মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্ট, ধর্মীয় বিশৃংঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -