আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রাণবন্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। সোমবার সকাল ৯টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী পাঁচটি গ্রুপে ২৩টি ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সুস্থ থাকবে, তেমনি মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। সরকারের ক্রীড়া উদ্যোগকে সফল করতে শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কনকা প্রভা রায় এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/২৬মে ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -