আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

পৃথিবীর সব নারীর প্রতি শ্রদ্ধা, ‘আলোকিত নারী সম্মাননা’ পেয়ে বুবলী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন. চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’ পেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়নস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্তি সব সময়ই ভালো লাগার জানিয়ে এই নায়িকা বলেন, ‘যেকোনো সম্মাননাই আরো ভালো কাজের জন্য উৎসাহ জোগাবে।

তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয়। কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের। আর এই সম্মাননাটি গ্রহণ করেছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও  কিন্তু।

এদিকে এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -