আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
আলোকিত ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় মঙ্গলবার দিনগত রাতে দুর্বৃত্তের আগুনে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পহেলা বৈশাখে ঢাকায় আনন্দ শোভাযাত্রার জন্য বানানো মোটিফের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে তার একটি ঘর পুড়ে  ছাই হয়ে গেছে।

মানবেন্দ্র ঘোষ বলেন, ‘এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি আমি।

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহকে মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন বলেন, ‘ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

- Advertisement -

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -