পরীক্ষার হলে মোবাইল, শিক্ষকসহ ৬ পরীক্ষার্থী বহিস্কার!

0
49

 আলোকিত ডেস্ক :  গোবিন্দগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় মোবাইল ডিভাইস ব্যবহারের সময় ধরা পড়ায় ও অসাদুপয় অবলম্বের দায়ে আব্দুল ওহাব নামে এক শিক্ষক সহ অসাদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে আজ

জানা গেছে, দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে গোবিন্দগঞ্জের কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উক্ত কেন্দ্রের ৬ নং কক্ষের পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান গোপনে মোবাইল ডিভাইস ব্যবহারের সময় ধরা পড়লে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম তাকে বহিষ্কার করেন তখন।

এ কাজে সহযোগিতার জন্য আয়েজাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল ওহাবকে বরখাস্ত করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থী খাড়িতা দাখিল মাদ্রাসার ছাত্র। এছাড়াও অসাদুপয় অবলম্বণের দায়ে মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৫ জন ছাত্র ছাত্রী রাখাল বুরুজ মুন্সিরহাট আ: মাদ্রাসার , নিশাত বাবু, মিলন মিয়া, আফরুজা আনার দাখিল মাদ্রাসার মুরাদ হাসান, বড়দহ দাখিল মাদ্রাসার শাকিল আহমেদ, আলহাজ্ব আছাব আলী ফাজিল মাদ্রাসার জান্নাতুল ফেরদৌসকে বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here