পরবর্তী যে সরকারই আসবে, আমাদের মূল্যায়ন করবেন : জ্বালানি উপদেষ্টা

0
32

আলোকিত প্রতিবেদক : অন্তবর্তীকালীন সরকারে থেকেও মানুষের সেবার মন মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় পরবর্তী যে সরকারই আসবেন, তারা তাদের মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার গুলশান জগার্স সোসাইটি আয়োজিত বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, গুলশান লেক পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে জগার্সের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন জ্বালানি উপদেষ্টা। এ সময় উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি।

তিনি আরও বলেন, ‘যাত্রাপথে নিরাপদ ভ্রমণ ও আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। আমরা বুঝাতে চেয়েছি, ইচ্ছে করলে সব কাজই মানুষের দোরগড়ায় সেবা পৌঁছানো যায়।

‘আশা করি, পরবর্তী যে সরকারই আসবেন তারা আমাদেরকে মূল্যায়ন করবেন এবং অনুকরণ করে সেবার গতি বলবৎ রাখবেন’, যোগ করেন জ্বালানি উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here