আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

-Advertisement-

আরো খবর

রাশেদুল ইসলাম:
জামালপুর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ বুধবার সকালে  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে একাডেমীক ভবন প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রথমে  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে ক্রমান্বয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ একে একে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসনিক ভবন চত্বরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়  প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা, স্বাধীনতা অর্জন ও এর গুরুত্ব তুলে ধরে বক্তৃতা প্রদান করেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে মির্জা আজম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৬ মার্চ ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -