মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন এর নেতৃত্বে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে । এসময় তারা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা সকল কর্ম থেকে বিরত থাকেন।
১৩ (মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টায় তাড়াইল নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে তাড়াইল উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি রাখেন। এসময় সেবা নিতে আসা ৭-৮ জন ব্যক্তিকে দুপুর ১টা অবদি অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।
নির্বাচন কমিশনে রয়েছে সুসংগঠিত জনবল, রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইন্সট্রুমেন্ট হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যা অন্য কোন কমিশনও এত অল্প সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব নয়। জাতীয় পরিচয় পত্রের পেছনে নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে, যে অনবদ্য অবদান রয়েছে তা অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয় বলে দাবী করেন এ কর্মকর্তা।তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, জাতীয় পরিচয় পত্র এবং ভোটার তালিকা একটি অভিন্ন ও তথ্য বহুল কার্যক্রম তাই এটি নির্বাচন কমিশনের হাতে যেন থাকে।