কক্সবাজার সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন

0
40
কক্সবাজার সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন
কক্সবাজার সাংবাদিক ইউনিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সাংবাদিক ইউনিটি (সিইউজে) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা ১২ মার্চ বুধবার বিকেল ৪ টায় সৈকতের লাবণী পয়েন্টস্থ হোটেল মিশুকের (টেস্ট অব নবাব) রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্য রাখেন -বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও সিবিসি নিউজ এর বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন।
কক্সবাজার সাংবাদিক ইউনিটির সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সাইমুন আমিন, বিশিষ্ট পর্যটন  উদ্যোক্তা এসএম গোলাম কিবরিয়া, সহকারী পিপি এড. মো. শাহজাহান, বাংলাটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, দীপ্তটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমানণণি ইলি ও ছাত্র প্রতিনিধি আসিফ বাপ্পী প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান ও দ্যা মুসলিম টাইমসের প্রতিনিধি আবু সায়েম, চ্যানেল এর কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-প্রচার সম্পাদক কাজল কান্তি দে, দপ্তর সম্পাদক একরামুল হক জুয়েল, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবদুল গফুর, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সদস্য আরমান আনোয়ার, মো.একরামুল হক, স্বপন দাশ ও মোহাম্মদ রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
আনন্দ টিভির ওমর ফারুক সোহাগ, বিজয় টিভির মো. ফরিদ, গ্লোবাল টিভির জিসান, সিবিসি নিউজ এর চীফ রিপোর্টার তাহসিন মেহেরাব শাওন, স্টাফ রিপোর্টার আলভী হোছাইন সিফাত, স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ চৌধুরী শাফিন ও শাহরিয়ার চৌধুরী রাফিন। এছাড়াও, ইলেকট্রনিক মিডিয়া ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সহ-সম্পাদক মো. ইউনুচ, প্রচার সম্পাদক মো. রহিম উদ্দীন ও সদস্য মহি উদ্দীন।
এদিকে, ইফতার মাহফিল ও আলোচনা সভায় মিডিয়া পার্টনার ছিলেন-মাল্টিমিডিয়া সিবিসি নিউজ ও সিবিসি নিউজ২৪/৭ডটকম এবং কক্সনিউজটুডে ডটকম।
এছাড়া, এতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সিবিসি নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক মো একরাম জুয়েল ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইসহাক।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক ইউনিটির সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইর।
আলোচনা সভায় বক্তারা বলেন,  সাংবাদিক ইউনিটি সবসময় পেশাদার সাংবাদিকদের বিপদ-আপদে সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে। সাংবাদিক পেশাটি যেহেতু ঝুঁকিপুর্ণ পেশা সেহেতু সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ‘এডি দিদার’র চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার জন্য আহবান জানানো হয়। দলমতের উর্ধ্বে ওঠে সকলকে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করতে হবে।
আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here