আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

-Advertisement-

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের উদ্যাগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
পরে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা নির্বাচন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় সভাপতি বলেন, এ পর্যন্ত টাঙ্গাইলের ১২টি উপজেলায় ৩২ লাখ ৫৪ হাজার ৩৪৭ জন ভোটার রয়েছে। এবার টাঙ্গাইলে পুরুষ ভোটার সংখ্যা বেশি।
এ সময় জেলা নির্বাচন অফিসের অন্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০২মার্চ-২৫/মওম
- Advertisement -
- Advertisement -