প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ও নাহারখীলে অবৈধভাবে স্থাপিত ইটভাটা যথাক্রমে এসএমবি ও রুপালি ব্রিকস নামক ২টি ইটভাটার কিলন ভেঙে, পানি ঢেলে দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।এছাড়াও উক্ত দুটি ইটভাটাকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১২ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালী পরিবেশ অধিদপ্তর ও চাটখিল উপজেলা প্রশাসন যৌথভাবে এক অভিযান পরিচালনা করে।চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান, নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর হাসান সজীব, যৌথ বাহিনীর সদস্য ও চাটখিল উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসময় উপস্থিত থেকে সহায়তা করেন।
পরে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলার উপপরিচালক মিহির লাল সরদার জানান,অভিযান আরো বেগবান করে অবশিষ্ট অবৈধ ইটভাটাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/১২ফেব্রুয়ারি-২৫/মওম