নোয়াখালীতে টিসিবির ৭৫কেজি চাল একাই নিলেন ইউপি সচিব 

0
116
নোয়াখালীতে টিসিবির ৭৫কেজি চাল একাই নিলেন ইউপি সচিব 
নোয়াখালীতে টিসিবির ৭৫কেজি চাল একাই নিলেন ইউপি সচিব 
প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন সচিবের বিরুদ্ধে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি)র ডিলারের কাছ থেকে ৭৫ কেজি ১৫ প্যাকেট চাল নেওয়ায় অভিযোগ ওঠেছে।
জানা যায়, গত ২১ জানুয়ারি মঙ্গলবার অশ্বদিয়া ইউপি কার্যালয়ের সামনে ডিলার চাল বিতরণকালে সচিব সুবর্ণা আক্তার চৌকিদার এবং দফাদারের প্রয়োজন দেখিয়ে ঐ চাল সংগ্রহ করেন। এসময় উপস্থিত টিসিবির পণ্য নিতে আসা ফ্যামেলি কার্ডধারী একাধিক ব্যাক্তি চাল না পেয়ে ফেরত চলে যান। সে সময় উপস্থিত একজন স্হানীয় গণমাধ্যম কর্মী বিষয়টির প্রতিবাদ জানালে তাতে কর্ণপাত করেনি সচিব সূবর্ণা আকতার। টিসিবির স্হানীয় ডিলার মো: সালাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,চাল বিতরণকালে আমি ছিলাম না। আমার ম্যানেজার চাল বিতরণ করেছিলো।এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের অনেক সময় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং সচিবদের অনুরোধ রক্ষা করতে হয়। এর আগে সুবর্ণা আক্তার ধান শলিক ইউপি সচিব থাকাকালীন সময়ে মোটা অঙ্কের বিনিময়ে জন্মনিবন্ধন, বিভিন্ন সরকারি সহায়তায়সহ ব্যাপক অনিয়ম সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।ফ্যাসিবাদের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আশির্বাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ির পাশের ইউনিয়ন অশ্বদিয়া ইউপি কার্যালয়ে সম্প্রতি বদলি হয়ে আসেন। এখানে আসার পর থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করা শুরু করেন। তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে অভিযুক্ত সুবর্ণা আক্তার বলেন,আমি ডিলারকে বলেছি চৌকিদার ও দফাদারদের জন্য ৭৫কেজি চাল দেওয়ার জন্য। আমি ষড়যন্ত্রের শিকার।
নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখি নূর জাহান বলেন,বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা গ্রহন করা হবে। তারপরও আমি তাকে স্ব- শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যার জন্য ডেকে আনাবো।
আলোকিত প্রতিদিন/২৩ জানুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here