ছাত্রসমাজ শিবিরকে সভ্য,ভদ্র এবং মেধাবীদের ঠিকানা হিসেবে দেখে: জামায়াত আমির

0
43
ছাত্রসমাজ শিবিরকে সভ্য,ভদ্র এবং মেধাবীদের ঠিকানা হিসেবে দেখে: জামায়াত আমির
ছাত্রসমাজ শিবিরকে সভ্য,ভদ্র এবং মেধাবীদের ঠিকানা হিসেবে দেখে: জামায়াত আমির

নিজস্ব প্রডিতবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর ধরে ছাত্রশিবিরকে ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। মাদ্রাসাগুলোতেও তাদের স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়। ছাত্রসমাজ থেকে দূরে রাখতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রশিবিরকে নেগেটিভ চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলে।

২১ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘শাখা দায়িত্বশীল কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০ জানুয়ারি সোমবার রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে সকাল ৮টায় দারসুল কুরআনের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

জামায়াত আমির বলেন, ‘মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বাসা থেকে ছাত্রশিবিরের সদস্যদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল, শিবিরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, শিবিরের নাম-নিশানা মুছে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো, পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রতিকূলতা অতিক্রম করে শিবির এখন ছাত্রসমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন। সাধারণ ছাত্রসমাজ শিবিরকে সভ্য, ভদ্র এবং মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে দেখে।’

শফিকুর রহমান যোগ করেন, ‘ছাত্ররা শিক্ষা ও গবেষণার পাশাপাশি চরিত্রে বিকাশ লাভ করুক। এ দায়িত্ব ছাত্রশিবিরকেই নিতে হবে। এটা অন্য কোনও সংগঠনের পক্ষে সম্ভব নয়। কিছু সংগঠন নিজেদের বড় মনে করলেও তাদের কর্মসূচিতে চরিত্র গঠনের কার্যক্রম নেই, বরং চারিত্রিকভাবে দেউলিয়া সংগঠনগুলো ছাত্রশিবিরকে প্রতিপক্ষ মনে করে। কিছু ইসলামী সংগঠন এখনও সব শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক অবস্থান তৈরি করতে পারেনি। এ অবস্থায় শিবিরকেই ছাত্রসমাজের চরিত্র গঠন এবং মানসিক উৎকর্ষ সাধনের দায়িত্ব নিতে হবে।’

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সারা দেশে শাখা দায়িত্বশীল কর্মাশালা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রশিবির নামে বাগানের মালি। আমাদের সামনে শহীদদের রক্তের উত্তরাধিকার এবং বিপুল দায়িত্ব। এ পথ ফুল বিছানো নয়; বরং এটি কণ্টকাকীর্ণ। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলের উচিত, এ দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করা।’

আলোকিত প্রতিদিন/২১ জানুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here