অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, সন্দেহের কাঠগড়ায় কথিত পালিত পুত্র

0
59
অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, সন্দেহের কাঠগড়ায় কথিত পালিত পুত্র
অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, সন্দেহের কাঠগড়ায় কথিত পালিত পুত্র

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রথমে এই তারকার মৃত্যু স্বাভাবিক মনে হলেও তার মরদেহ দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন গেল ৪ জানুয়ারি। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দস্যু বনহুর’খ্যাত এই অভিনেত্রী। এদিকে তার মৃত্যুর পর রহস্য ছড়িয়েছে। কেউ বলছেন অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবার কেউ দাবি করছেন, তার মৃত্যু স্বাভাবিক নয়। অঞ্জনার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গত ৪ জানুয়ারি সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে। মরদেহ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ায় বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে নেওয়া হলে, এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ শোরগোল শুরু হয়।

এর পরই অঞ্জনার কথিত সন্তান নিশাত মনিকে নিয়ে সন্দেহের জাল সৃষ্টি হয়েছে নায়িকার সহকর্মী এবং আত্মীয়স্বজনদের মাঝে। অনেকেই অভিযোগ করেছেন, অঞ্জনার ওপর নির্যাতন চালিয়েছেন মনি।বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনা। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিনেত্রীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি। অভিযোগ নিয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর কার্যনির্বাহী পরিষদ এবং বরেণ্য অভিনেতা আলমগীরের উপস্থিতিতে তাৎক্ষণিক মিটিং করে কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসাব এবং অবহেলা নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহ-সভাপতি ডি এ তায়েব।

তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। ৩ দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনিভাবে বিষয়টি দেখা হবে।

এদিকে অভিযোগ প্রসঙ্গে নিশাত মনি বলেন, আমি ৩ দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই, তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব।

আলোকিত প্রতিদিন/১৩জানুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here