আজ বুধবার, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ আটক ২

আরো খবর

জাহিদুল ইসলাম:
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন আলোকদিয়া চরের তার খাম্বা এলাকায় অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন বোট সহ ২জনকে আটক করা হয়েছে নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের এসপি আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায়।

এসময় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অধীনে বিশেষ অভিযান পরিচালনা করেন,মোঃ এমরান মাহমুদ তুহিন এসআই (নিঃ)মোঃ মাসুদ রানা,এসআই (নিঃ) মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ প্রকাশের পর বিশেষ অভিযান পরিচালনা করেন নৌ পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে মর্মে খবর পাইলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ১ টি ড্রেজার সহ ২ জন আসামী আটক করা হয়।  আটককৃত আসামীরা হলেন, ১। মোঃ সাহাবুদ্দিন খাঁন (৫০),পিতা- আব্দুল মান্নান খাঁন,সাং-মাচগাজীর,থানা-মেহেন্দীগঞ্জ,জেলা-বরিশাল ২। মোঃ আরিফুল ইসলাম হেলাল(৩৫),পিতা-মৃতঃ আফতাব মোল্লা সাং- রাজধরপুর,থানা-বালিয়াকান্দি,জেলা-রাজবাড়ী। তাদের বিরুদ্বে শিবালয় থানায় বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান। যার  মামলা নং ০৫ তারিখ ০৮/০১/২০২৫।  উদ্ধারকৃত মালামালঃ ০১ টি লোহার তৈরি পুরাতন ড্রেজার, অনুমান মূল্য ৬৫ লাখ টাকা।  উদ্ধারকৃত আলামত ফাঁড়ি হেফাজতে রয়েছে বলেও জানানো হয়।

আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি-২৫/মওম

- Advertisement -
- Advertisement -