এম এইচ চৌধুরীঃ জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর ৩১ডিসেম্বর ২০২৪ইং মঙ্গলবার প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন কবিতা পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক কবি শাহীন চৌধুরী। শুরুতে কবি হেলাল হাফিজ এবং কবি এরশাদ মজুমদারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পর হেলাল হাফিজের
জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি রফিক হাসান।
কবিতাপত্র অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি নাজমুল হাসান, কবি সৈয়দ নুরুল হুদা রনো, কবি কাজী রফিক, কবি মোজাফ্ফর বাবু,কবি সালাম জোবায়ের, কবি বজলুর রায়হান,কবি মোশাররফ হোসেন ইউসুফ,কবি নাসরিন গীতি, কবি জয়নাল আবেদীন জয়, কবি আরিফ রহমান, কবি নুরুল ইসলাম খোকন, কবি লিলি হক, কবি কামরুজ্জামান কাসেম, কবি হাসান কামরুল, কবি শ্যামলী মন্ডল, কবি মজিদুর রহমান বিশ্বাস, কবি বিমল সাহা, কবি রীনা মণ্ডিত, কবি কাজী বদরুল ইসলাম, কবি আতিকুজ্জামান খান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি