অস্কারের একাডেমি মিউজিয়ামে ঐশ্বরিয়ার লেহেঙ্গা!

0
71
অস্কারের একাডেমি মিউজিয়ামে ঐশ্বরিয়ার লেহেঙ্গা!
অস্কারের একাডেমি মিউজিয়ামে ঐশ্বরিয়ার লেহেঙ্গা!

বিনোদন ডেস্ক

এ বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি সৌন্দর্য এবং অভিনয় দিয়ে অনেক আগে থেকেই খ্যাতি কুড়িয়েছেন বিশ্বব্যাপী। বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে তার অভিনীত অর্ধশতাধিক ছবি। আশুতোষ গোয়ারিকর নির্মিত ‘যোধা আকবর’ সিনেমার কথা মনে আছে তো? ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কস্টিটিউম নিয়ে তুমুল আলোচনা হয়েছিলো সেসময়। সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের পরা একটি লেহেঙ্গা এবার প্রদর্শিত হলো অস্কারের একাডেমি মিউজিয়ামে।২৪ ডিসেম্বর মঙ্গলবার একাডেমি মিউজিয়াম ঘোষণা করেছে যে, যোধা আকবরকে (ঋত্বিক রোশন) বিয়ে করার সময় ঐশ্বরিয়া যে বিয়ের লেহেঙ্গা পরেছিলেন, সেটি একাডেমি মিউজিয়ামের একটি প্রদর্শনীর অংশ হবে। সিনেমার একটি মুহূর্ত শেয়ার করে তারা লিখেছে, ‘এই লেহেঙ্গাটিই রানীর জন্য উপযুক্ত।’

‘যোদ্ধা আকবর’ সিনেমায় ঐশ্বরিয়ার লেহেঙ্গাতারা আরও লিখেছে, ‘লেহেঙ্গাটি তৈরি করা হয়েছিলো সিনেমার জন্য। ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের লাল লেহেঙ্গা চোখের ক্ষুধা মেটায়। চমৎকার  জরির কাজ, প্রাচীন শতাব্দীর কারুকাজ এবং সুতোর ভাঁজে লুকিয়ে থাকা মুক্তা। খুব গভিরভাবে লক্ষ্য করলে গলার জুয়েলারিতে দেখতে পাবেন একটি ময়ূর যেটি ভারতের জাতীয় পাখি। নীতা লুল্লা এটি অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন। আসলে নীতা লুল্লা শুধু একটি পোশাক ডিজাইন করেননি, তিনি একটি লিগ্যাসি তৈরি করেছেন।’

‘দ্য একাডেমি মিউজিয়াম’ – এ প্রথম ভারতীয় পোশাক হিসেবে লেহেঙ্গাটি প্রদর্শিত হলো। এটি ভারতীয় ঐতিহ্য এবং শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ।  

উল্লেখ্য, ‘যোধা আকবর’ সিনেমায় সম্রাট ‘আকবর’- এর চরিত্রে হৃতিক  রোশন এবং রানী ‘যোদ্ধা’র চরিত্রে ঐশ্বরিয়া রায় অভিনয় করেন। সিনেমাটি শুধুমাত্র তার জমকালো পোশাক এবং চমৎকার অভিনয়ের জন্যই নয়,  এ. আর. রহমানের সংগীতের জন্যও অনেক প্রশংসা অর্জন করেছিলো।সূত্র:

এনডিটিভি 

আলোকিত প্রতিদিন/২৬ডিসেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here