বিনোদন ডেস্ক
এ বছরের পুরোটা সময়ই আলোচনায় ছিলেন বি-টাউনের রানি ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি সৌন্দর্য এবং অভিনয় দিয়ে অনেক আগে থেকেই খ্যাতি কুড়িয়েছেন বিশ্বব্যাপী। বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে তার অভিনীত অর্ধশতাধিক ছবি। আশুতোষ গোয়ারিকর নির্মিত ‘যোধা আকবর’ সিনেমার কথা মনে আছে তো? ২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কস্টিটিউম নিয়ে তুমুল আলোচনা হয়েছিলো সেসময়। সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের পরা একটি লেহেঙ্গা এবার প্রদর্শিত হলো অস্কারের একাডেমি মিউজিয়ামে।২৪ ডিসেম্বর মঙ্গলবার একাডেমি মিউজিয়াম ঘোষণা করেছে যে, যোধা আকবরকে (ঋত্বিক রোশন) বিয়ে করার সময় ঐশ্বরিয়া যে বিয়ের লেহেঙ্গা পরেছিলেন, সেটি একাডেমি মিউজিয়ামের একটি প্রদর্শনীর অংশ হবে। সিনেমার একটি মুহূর্ত শেয়ার করে তারা লিখেছে, ‘এই লেহেঙ্গাটিই রানীর জন্য উপযুক্ত।’