আলোকিত প্রতিবেদক: গাজীপুর টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার।
গ্রেপ্তার মোয়াজ বিন নূর (৪০) রাজধানীর নিকুঞ্জ এলাকার ওমর ইবনে খাত্তাব মাদরাসার অধ্যক্ষ। উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা মোয়াজ বিন নূরের বাবা মৃত নূর মোহাম্মদ। ওসি হাবিব ইস্কান্দার বলেন, বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বৃহস্পতিবার রাতে হত্যা মামলা করেছে মাওলানা জুবায়ের অনুসারীরা।
বৃহস্পতিবার রাতে এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, ওই মামলার পাঁচ নম্বর আসামি মোয়াজ বিন নূর। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
এর আগে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন তারা। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা সাদপন্থিদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে বুধবার ভোরে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আলোকিত প্রতিদিন/এপি