নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার – পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাবহার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেন এর সমাপনী অনুষ্ঠানে পর্যটন শিল্পে বিশেষ অবদানের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও স্বপ্নতরী জাহাজের স্বত্বাধিকারী হোসাইন ইসলাম বাহাদুর। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, ট্যুরিস্ট পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরীসহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০৮ ডিসেম্বর-২৪/মওম