আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে অবৈধ ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,নোয়াখালী: 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পরিবেশগত ও লাইসেন্সবিহীন অবৈধভাবে  ইটভাটা পরিচালনা করার দায়ে ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
ইটভাটা গুলো হচ্ছে এমকেবি ব্রিকস এবং তাহেরা ব্রিকস। গত ২৭ নভেম্বর বুববার পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও জেলা প্রশাসন নোয়াখালীর যৌথ উদ্যেগে অভিযান পরিচালনা করেন সহকারী  কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রট মেহরাব হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর  এর  সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জানা যায়, এ সব ইটভাটার মালিকরা লাইসেন্স না নিয়ে  দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। যাহা ঐ এলাকার পরিবেশের  জন্য মারাত্বক হুমকি।  এসব ইটভাটা বন্ধে স্হানীয়রা মানব বন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে ।
এর আগে এ বিষয়ে একাধিক জাতীয় এবং স্হানীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে প্রতিবেদন ছাপা হয়। সংবাদ প্রকাশের পর সরকারের নির্দেশনার আলোকে আনুষ্ঠানিক অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর। স্হানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।  স্হানীয়রা আশাবাদী  বাকি অবৈধ ইটভাটা গুলো অচিরেই  বন্ধ করার ব্যবস্হা নেবে প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর নোয়াখালী উপ- পরিচালক মিহির লাল সর্দার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ৩০ নভেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -