মানিকগঞ্জে পাচারকালে সার জব্দ, আটক ২ 

0
89
মানিকগঞ্জে পাচারকালে সার জব্দ, আটক ২ 
মানিকগঞ্জে পাচারকালে সার জব্দ, আটক ২ 
মো.মিজানুর রহমান খান কুদরত :
মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় পাচারকালে আরিচা ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ সার জব্দ করেন। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১) আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। আরিচা ফেরিঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ৫০০ বস্তা টিএসপি সার এবং ট্রাক জব্দ করে পুলিশ।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান।
আলোকিত প্রতিদিন/ ২৮ নভেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here