আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে চলতি মাসে দ্বিতীয় বৃহত্তম হামলা চালিয়েছে রাশিয়া। ২৮ নভেম্বর বৃহস্পতিবারের হামলায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ফলে লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। জাতীয় এবং স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জেরমান গালুশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, আবারও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে শত্রুপক্ষ। হামলার সময় ক্ষয়ক্ষতি হ্রাসে জরুরি বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনার্গো। প্রধান বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রভাব রাজধানী কিয়েভসহ ওডেসা, ডিনিপ্রোপ্রেট্রোভস্ক ও ডোনেস্ক অঞ্চলের ওপরও পড়েছে।
রাশিয়া এর আগে দেশটির জ্বালানি অবকাঠামোর উপর ১০টি বড় হামলা চালিয়েছে। ওইসব হামলায় পুরো খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শীতকাল আসার আগে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কা তৈরি করে।
পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রায় দুই লাখ ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে গভর্নর ওলেক্সান্দার কোভাল জানিয়েছেন। এছাড়া পানি সরবরাহে বিঘ্ন ঘটার কথাও উল্লেখ করেছেন তিনি। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাননি।
পশ্চিমাঞ্চলীয় লুটস্ক শহরের মেয়র বিদ্যুৎ বিচ্ছিন্নতার কথা জানিয়ে বলেন, পানি এবং তাপ সরবরাহের জন্য বিকল্প বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনিয়েহুবভ বলেছেন, শহরে ক্ষেপণাস্ত্র হামলায় একটি ব্যবসায়িক স্থাপনা ও একটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলেও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের একটি বাণিজ্যিক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে কিছু ভবন ও একটি ট্রাক সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ নভেম্বর-২৪/মওম