আলোকিত প্রতিবেদক : গাজীপুরে পুলিশের দায়ের করা আরো এক মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরো ৩২ জন। রবিবার (২৪ নভেম্বর) গাজীপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. বাহউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এ আদেশ দেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে গাজীপুর সদর উপজেলার তৎকালীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির মনিপুর খাসপাড়া এলাকায় পার্কিং করা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে স্থানীয় মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৪৫ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিষ্ফোরক) আইনে (১০১(১)১৫ নম্বর একটি মামলা দায়ের করেন তিনি।
আদালত চার্জগ্রহণ করে বিচার কাজ শুরু করে। মামলাটির দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় রবিবার সকাল আসামিদের সবাইকে ওই মামলা থেকে অব্যাহতি দেন বিচারক।
শুনানিকালে বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, শফিকুল আলম মিলু প্রমুখ।