যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কী যন্ত্রণা : পরীমণি!

0
37

বিনোদন ডেস্ক : গ্রাম থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা সিনেমার কাহিনির মতোই লাগছে। মাকে হারিয়েছেন খুব কম অল্প বয়সেই; তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গেল বছরের ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে তার নানা ভাই।

দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩ নভেম্বর)। নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের।

এদিকে সামাজিকমাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুলাইন তুলে দিয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) নিজেরর ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা!

পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, কথাগুলো একদম সত্য। নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, যার চলে যায় সেই বোঝে এই ব্যথা।

অন্যদিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজবাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here