মনুষ্যত্ব
মনটা আমার ভীষণ খারাপ যখন চোখে পড়ে
পাশের ছাদের ঐ ক্যাফেতে ওরা কী সব করে?
উন্মুক্ত খোলা ছাদ গোল গোল টেবিল বসানো
বাহারি রংয়ের গাছপালা লাইট দিয়ে সাজানো।
মিটিমিটি জ্বলে আলো টেবিলগুলোর উপরে
মজার মজার খাবার খায় শান্তি পায় আহারে।
এদের ভিতর কখনও আসে কয়েকজন বন্ধু মিলে
ছেলে মেয়ে দুই-ই থাকে বসে সবাই মিলেঝিলে।
ঘন্টার পর ঘন্টা কাটায় সমানে সমান ধোঁয়া ছাড়ে
কে ছেলে কে মেয়ে বোঝা তো যায় নারে।
তাজ্জব হয়ে চেয়ে দেখি এদের আবার হলো কী
হায় খোদা! এ-সব কী; মনুষ্যত্ব নেই নাকি?
নির্লজ্জ ঢলে পড়ে একজন আরেক জনের গায়
বিশ্বাস করে পড়তে পাঠায় এদের প্রিয় বাবা মায়।
শিক্ষিত নামের জানোয়ার তৈরি হয় একেকজন
স্বপ্ন আশা চুরমার হয় ভাঙে বাবা মায়ের মন।
আললাহ তুমি সহায় হও জাগিয়ে তোল মনুষ্যত্ব
এদের ভিতর তৈরি হোক, নীতি, আাদর্শ, মহত্ব।
আলোকিত/১৯/১১/২০২৪/আকাশ